কর্ণাটকে যাওয়ার আগেই বিরোধী জোট নিয়ে বিস্ফোরক বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার  কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং ডি কে শিবকুমার তাঁর উপ-মুখ্যমন্ত্রী হবেন।

author-image
SWETA MITRA
New Update
nitish.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার কর্ণাটকেরমুখ্যমন্ত্রীরশপথগ্রহণঅনুষ্ঠানেযোগদেবেনবিহারেরমুখ্যমন্ত্রীনীতীশকুমার (Nitish Kumar)।কর্ণাটকেরপ্রাক্তনমুখ্যমন্ত্রীএবংপ্রবীণকংগ্রেসনেতাসিদ্দারামাইয়াকর্ণাটকেরমুখ্যমন্ত্রীহিসাবেশপথনেবেনএবংডিকেশিবকুমারতাঁরউপ-মুখ্যমন্ত্রীহবেন।২০২৪সালেরলোকসভানির্বাচনেরআগেকর্ণাটকেরমুখ্যমন্ত্রীরশপথগ্রহণঅনুষ্ঠানকেকেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে। এদিকে বিজেপিকে উৎখাতকরারজন্যবিরোধীদলগুলিও একজোট হওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন,‘কর্ণাটকে কংগ্রেসের জয় খুবই গুরুত্বপূর্ণ।  যাঁরা মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাঁদের সঙ্গে আমাদের ইতিমধ্যেই যোগাযোগ ছিল। কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আমাকে আসতেও বলেছেন।‘ দেখুন ভিডিও...