New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : বিহার ভোটের আগেই এবার এক বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর এই নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি মাসে এবার থেকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে সমস্ত বিহারবাসীর জন্য। বিহার সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপকে বিহারের জনগণের জন্য একটি আর্থিক সহায়তা হিসেবেই তুলে ধরা হচ্ছে। নীতিশ কুমার আশা করছেন যে, এই উদ্যোগ নির্বাচনী আবহে বিহারের সাধারণ মানুষদের সাংঘাতিকভাবে স্বস্তি দেবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NcfhKfRNu8nk6wqG90uW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us