কংগ্রেস...অন্যায়ের পাহাড়ে বসে 'ন্যায় পাত্র' প্রকাশ! দেখুন ভিডিও

কংগ্রেস দলকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্ক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "কংগ্রেস তাদের ইস্তেহারের নাম দিয়েছে 'ন্যায় পাত্র'। যে দল অন্যায়ের পাহাড়ে বসে আছে, তারা চিরকালই কৃষক, গরিব, যুবক, শ্রমিকদের প্রতি অবিচার করেছে, তাই 'ন্যায়বিচার' শব্দটি তাদের শোভা পায় না। তারা পরিবার থেকে বের হতে পারছে না; কংগ্রেসের প্রবীণ নেতা থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সকলেই যাঁদের পরিবারের সদস্য নন, তাঁদের অংশগ্রহণ সহ্য করতে পারেন না। কংগ্রেস দল 'হেরে যাওয়া লড়াই' লড়ছে।" 

ক্ল

Add 1