BREAKING: আদালতের নির্দেশ মেনে নেব ! কর্নেল সোফিয়া কুরেশি ইস্যুতে বড় মন্তব্য করলেন মোহন যাদব

কি বললেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ?

author-image
Debjit Biswas
New Update
mohan yadavw1.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার কর্নেল সোফিয়া কুরেশি ইস্যুতে বড় মন্তব্য করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন,''আমাদের সরকার সবসময় আদালতের নির্দেশ মেনে কাজ করবে। আমরা আদালত যা বলবে, তাই করব।" এরপর কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন,''কংগ্রেস সবসময় সকলেরই পদত্যাগ দাবি করে, কিন্তু তারা কখনও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগ চায় না কেন ? কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও তো অনেক মামলা আছে। তারা এমন একজনের সঙ্গে জোট করেছিল যিনি জেলে থেকেও মুখ্যমন্ত্রী ছিলেন (কেজরিওয়াল)।''

new-delhi-aap-national-convenor-arvind-kejriwal-at-the-release-of-kejriwal-gua-
ফাইল চিত্র