১.২৬ কোটি মহিলার অ্যাকাউন্টে ১,৮৫৯ কোটি টাকা দেবেন মুখ্যমন্ত্রী ! দেখুন বড় খবর

কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
mohan yadavw1.jpg

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল, ৭ই আগস্ট, রাজগড় জেলার নরসিংহগড় থেকে 'মুখ্যমন্ত্রী লাডলি বহেনা যোজনা'-র ১.২৬ কোটি মহিলা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে মোট ১,৮৫৯ কোটি টাকা হস্তান্তর করবেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। তথ্য ও জনসংযোগ দপ্তর (DPR) সূত্রে জানানো হয়েছে, এই মাসে প্রতিটি লাডলি বহেনা নিয়মিত কিস্তি হিসেবে ১,২৫০ টাকা এবং রাখি বন্ধনের 'শগুন' হিসেবে অতিরিক্ত ২৫০ টাকা, অর্থাৎ মোট ১,৫০০ টাকা করে পাবেন। এই অর্থ রাখি উৎসবের আগেই প্রতিটি সুবিধাভোগীর কাছে পৌঁছে যাবে।

mohan yadav