নিজস্ব সংবাদদাতা : গতকাল সোমবার মহান স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে,তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তার সাথে ছিলেন বিধানসভার স্পিকার সুরমা পাধ্য। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,"বীরসা মুন্ডা আদিবাসী সমাজের গর্ব এবং তাঁর আত্মবলিদান আমাদের চিরকাল অনুপ্রেরণা যোগাবে।"
/anm-bengali/media/media_files/bjp-leader-mohan-charan-majhi-113647750-16x9_0.jpg)