BREAKING: প্রতি মহকুমায় হবে কোল্ড স্টোরেজ ! কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী

কি বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার কৃষকদের সহায়তায় এক অভিনব উদ্যোগ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। তিনি বলেন,''কয়েকদিন আগে কেন্দ্র সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বাড়িয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারও এবার ওড়িশার কৃষকদের জন্য সহায়তা দেবে।'' এরপর আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন,''আগের সরকার কোল্ড স্টোরেজ নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। আমাদের সরকার এই খাতে নতুন নীতি এনেছে। এখন রাজ্যে প্রতি মহকুমায় একটি করে কোল্ড স্টোরেজ গড়ে তোলা হবে।”

publive-image