নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালে হওয়া ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় ত্রিপুরা। আর এবার ত্রিপুরার উন্নয়নের জন্য প্রায় ২৮৮ কোটি টাকার অতিরিক্ত অনুদানের অনুমোদন দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের টুইটার হ্যান্ডেলে একথা নিজেই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি টুইট করে জানান '' এই অনুদান ত্রিপুরার উন্নয়নমূলক প্রকল্পগুলিকে এগিয়ে নিতে সাহায্য করবে, যা ২০২৪ সালের বন্যার কারণে থমকে গিয়েছিল।'' এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ত্রিপুরার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
On additional central assistance of Rs 288.93 crores allocated to Tripura after the state faced floods in 2024, CM Manik Saha says, "This additional central assistance will definitely be a boon to the disaster-affected people in the state. The ₹288.93 Crores allocated to Tripura… pic.twitter.com/5K3GJGizvd
— ANI (@ANI) February 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us