/anm-bengali/media/media_files/fAVGcj4CiIUl1PbzLTWI.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: মণিপুরে এখন চরম অশান্তির পরিবেশ। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কেন এই সাক্ষাৎ? মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অমিত শাহের পরামর্শ নিতে তাঁর সঙ্গে দেখা করেন তিনি।
মণিপুরের এই পরিস্থিতি নিয়ে বিরোধীদের মধ্যে উঠেছে শোরগোল। তাঁরা মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রীর ব্যক্তব্য, "বিরোধীরা সর্বদা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে।" তিনি কংগ্রেসকে নিশানা করে জানান, কংগ্রেস যে ভাবে তাঁর বিরোধিতা করছে, এটা কংগ্রেসের পক্ষেই স্বাভাবিক। এখানে বলার কিছু নেই।
#WATCH | We met Union Home Minister Amit Shah to take his advice to restore normalcy in Manipur. Opposition will always seek CM's resignation, it is natural for Congress, nothing to say: Manipur CM N Biren Singh (25.06) pic.twitter.com/3TzNLyAtVm
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us