‘পরিস্থিতি জটিল, তবে উদ্ধার কাজ অসম্ভব নয়’

ঘটনাস্থল ঘুরে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

New Update
dhami.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাধার মুখে পড়েছে উত্তরকাশী টানেল উদ্ধারের কাজ। ইস্পাতের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে অগার ড্রিলিং মেশিন। এমনই তার অবস্থা যে কিছু অংশ সেই পাইপ লাইনের মধ্যে থেকে বের করা গেলেও, এখনও কিছু অংশ ওখানে আটকে রয়েছে। ফলে সেই সকল কিছু বের করার জন্যে আনা হয়েছে নতুন মেশিন।

এদিন ফের ঘটনাস্থল ঘুরে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উচ্চতর বৈঠকও সারেন তিনি। তারপর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই জানে যে এই উদ্ধার অভিযান কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে করা হচ্ছে। মেশিনটি এত কাছাকাছি পৌঁছানোর পরে ভেঙে গেছে। আমরা আশা করছি যে আগামীকাল সকালের মধ্যে এই মেশিনটি বেরিয়ে আসবে এবং তার পরে, উদ্ধার অভিযান ম্যানুয়ালি এগিয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে প্লাজমা কাটার মেশিন অর্ডার করা হয়েছে অগার মেশিন কাটার জন্য। সেই কাজ সম্পন্ন হলেই উদ্ধার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি”।

এখনও পর্যন্ত যা আশা করা যাচ্ছে, শ্রমিকদের উদ্ধার করতে করতে এখনও ৪-৫দিন লাগবে।

 

hiren