নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ! বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় দলকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
indian cricket team

নিজস্ব সংবাদদাতা : আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''আমি নিশ্চিত ভারত জিতবে আমরা টিম ইন্ডিয়ার সঙ্গে আছি, ১৪০ কোটি মানুষের প্রার্থনা তাদের সঙ্গে আছে।"

Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

এছাড়াও তিনি বলেন, ''দল যেভাবে খেলছে, আমি নিশ্চিত আমরা অবশ্যই জিতবো।"