হর ঘর তিরঙ্গায় এবার যাত্রা শুরু ছাত্রীদের, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

একটি নতুন অধ্যায় হিসেবে দেখছি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GyEaKgUX0AEQ1-j

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং আশীষ সুদ বিধানসভা থেকে রাজঘাট পর্যন্ত মেয়েদের জন্য তিরাঙ্গা সাইকেল র‍্যালির পতাকা উত্তোলন করলেন মঙ্গলবার।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এদিন এই প্রসঙ্গে বলেন, "আমি এই সাইকেল র‍্যালিকে দিল্লির মেয়েদের জন্য একটি নতুন যাত্রা হিসেবে চিহ্নিত করেছি এবং একটি নতুন অধ্যায় হিসেবে দেখছি। দিল্লি সরকার দিল্লির মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কাজ করবে। স্বাধীনতা দিবসের আগে, দেশের অগ্রগতিতে অবদান রাখতে এগিয়ে আসা এই সমস্ত কন্যাদের আমি শুভেচ্ছা জানাই"।