মধ্যপ্রদেশ নির্বাচন, বাজেট তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তুলে ধরলেন রাজ্যের আর্থিক কাঠামোকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shivraj singh chouhan

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সর্বত্র ভাবে প্রচার চালাচ্ছে বিজেপি ও কংগ্রেস। বিজেপি তাঁদের রাজ্য হাতছাড়া করতে চায়না। আর কংগ্রেস রাজ্য পুনরায় দখল করতে চায়। ফলে মধ্যপ্রদেশ জুড়ে এখন টানটান উত্তেজনা।

এমন অবস্থায় মধ্যপ্রদেশের সাতনা থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তুলে আনলেন রাজ্যের আর্থিক কাঠামোকে। কীভাবে তাঁদের সময়কালে রাজ্যের আর্থিক উন্নতি হয়েছে তারই বিশ্লেষণ দেন তিনি। এদিন তিনি বলেন, “আমরা যখন মধ্যপ্রদেশে সরকার গঠন করি, তখন মাথাপিছু আয় ছিল ১১ হাজার টাকা। আজ মাথাপিছু আয় ১ লাখ ৪৬ হাজার টাকা হয়েছে। মধ্যপ্রদেশের বাজেটের আগে মোট পরিমাণ ছিল ১ কোটি টাকা। আর আজ আমরা বাজেটের পরিমাণ ধার্য করেছি ৩ লাখ ১৪ হাজার কোটি টাকা। আর এই হিসেবেই বোঝা যায় মানুষ আবার কাকে ফিরিয়ে আনবে এবার”।

hiren