BJP-কে রুখতে কেজরিওয়ালের মাস্টারপ্ল্যান!

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে (BJP) কোণঠাসা করতে রীতিমতো মাস্টার প্ল্যান তৈরি করছেন বিরোধীরা। এদিন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল।

author-image
SWETA MITRA
New Update
kejri aap.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে (BJP) কোণঠাসা করতে রীতিমতো মাস্টার প্ল্যান তৈরি করছেন বিরোধীরা। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিল্লিরমুখ্যমন্ত্রীএবংআমআদমিপার্টিরজাতীয়আহ্বায়কঅরবিন্দকেজরিওয়ালদিল্লিতেপরিষেবানিয়ন্ত্রণসম্পর্কিতকেন্দ্রীয়সরকারেরঅধ্যাদেশেরবিরুদ্ধেসমর্থনআদায়েরজন্যদেশব্যাপীসফরকরছেন।এদিন ন্যাশনালিস্টকংগ্রেসপার্টির (NCP) সভাপতিশরদপাওয়ারেরসঙ্গেদেখাকরেনকেজরিওয়াল।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টেরসিদ্ধান্তেরপরকেন্দ্রীয়সরকারএকটিঅধ্যাদেশনিয়েআসে, যাসুপ্রিমকোর্টেরসিদ্ধান্তকেপুরোপুরিবদলেদিয়েছে।বদলিপদায়নেরক্ষেত্রেআদালতমুখ্যমন্ত্রীকেসমস্তক্ষমতাদিলেওকেন্দ্রীয়সরকারঅধ্যাদেশেরমাধ্যমেলেফটেন্যান্টগভর্নরকেসমস্তক্ষমতাফিরিয়েদিয়েছে।এদিকে এখনএইঅধ্যাদেশেরবিরুদ্ধেকেজরিওয়ালমোদীসরকারেরবিরুদ্ধেবিরোধীদেরএকজোট করার চেষ্টা চালাচ্ছেন।কেজরিওয়ালচান, কেন্দ্রীয়সরকারযখনরাজ্যসভায়অধ্যাদেশটিবিলআকারেআনবেতখনপুরোবিরোধীরাঐক্যবদ্ধহয়েএরবিরোধিতাকরুক।যাতেএটিআইনেপরিণতহতেনাপারে।এখন প্রশ্ন উঠছে, আদৌ কি বিরোধীদের এই মনোবাঞ্ছা পূরণ হবে?