কেন জোট গড়ার চেষ্টা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। একাধিক রাজ্যে ইতিমধ্যে ঘুরেছেন কেজরিওয়াল। দেখা করেছেন বিজেপি (BJP) বিরোধী দলগুলোর সুপ্রিমোদের সঙ্গে।

author-image
Pritam Santra
New Update
arvind kejriwal

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। একাধিক রাজ্যে ইতিমধ্যে ঘুরেছেন কেজরিওয়াল। দেখা করেছেন বিজেপি (BJP) বিরোধী দলগুলোর সুপ্রিমোদের সঙ্গে। মঙ্গলবার তিনি দেখা করলেন সীতারাম ইয়েচুরির সঙ্গে। দুজনে একসঙ্গে বসেছিলেন সাংবাদিক সম্মেলনে। বর্ষীয়ান বাম নেতাকে পাশে বসিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন জোট গড়ার প্রয়াসের কারণ। কেজরিওয়াল জানিয়েছেন, "দিল্লি সরকারের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টায় রয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার বিরুদ্ধে গিয়ে রাজ্যসভায় আনতে চলেছে বিল।" তাই দিল্লি সরকারের পাশে দাঁড়ানোর জন্য বিরোধী দলের নেতাদের দরবারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।