ঘুরে গেল খেলা, ‘এক দেশ এক নির্বাচন’-এর স্লোগান বদলে দিলেন মুখ্যমন্ত্রী!

'এক দেশ এক নির্বাচন' অর্থাৎ লোকসভা ও বিধানসভার একযোগে নির্বাচনের সম্ভাবনা খতিয়ে দেখতে গঠিত হয়েছে একটি কমিটি।

author-image
SWETA MITRA
New Update
kejri haryana.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বড় মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ রবিবার হরিয়ানার ভিওয়ানিতে তিনি বলেন, 'বিজেপি এক দেশ, এক নির্বাচন নামে একটি নতুন কৌশল নিয়ে এসেছে। একটি নির্বাচন, ১০টি নির্বাচন বা ১২টি নির্বাচন থেকে আমরা কী পাব। আমরা চাই 'এক জাতি, এক শিক্ষা'। প্রত্যেককে একই স্তরের শিক্ষা দিতে হবে... আমরা 'এক জাতি, এক নির্বাচন' চাই না। একটি নির্বাচন হোক বা ১০০০ নির্বাচন হোক, তা নিয়ে আমরা মাথা ঘামাই না।‘