জুবিন-কে শেষ শ্রদ্ধা জানাতে ভক্তদের জন্য সারা রাত খোলা থাকবে স্টেডিয়াম ! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় অসমীয়া সংগীতশিল্পী জুবিন গর্গের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সারা আসাম জুড়ে ভক্তদের ঢল নেমেছে। আর এই আবেগ এবং জনগণের ভালোবাসা উপলব্ধি করে এবার এক বড় ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''আরও অনেক বেশি সংখ্যক মানুষ আমাদের প্রিয় জুবিনকে একবার শেষবারের মতো দেখতে ইচ্ছুক। আর আমরা এই অনুভূতি গভীরভাবে উপলব্ধি করেছি। তাই, জুবিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সারা রাত ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়াম জনসাধারণের জন্য খোলা থাকবে।" মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দারুন উচ্ছসিত হয়েছেন আসামের সাধারণ মানুষ। 

d