New Update
/anm-bengali/media/media_files/OMy76l1F2aaDIcrgPrZO.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সিমলায় গত বেশ কিছু দিন ধরেই চলছে ভারী বৃষ্টি। সম্প্রতি সিমলার রামপুরে শুরু হল মেঘ ভাঙা বৃষ্টি। জানা গিয়েছে, রামপুরে অবস্থিত সারপাড়া গ্রামে মেঘ ভেঙে ভারী বৃষ্টি শুরু হয়েছে। অতি বর্ষণের জেরে সেখানে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা।
অতি বৃষ্টির ফলে রামপুরের একাধিক সড়কের উপর দিয়ে বইছে বৃষ্টির জল। যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। ভূমি ধসের আশঙ্কা ক্রমেই বাড়ছে। পাহাড়ি রাস্তায় জল জমে থাকার ফলে গাড়ি চলাচল করতে পারছে না।
#WATCH | Himachal Pradesh: Cloudburst & heavy rain reported in Sarpara village in Rampur tehsil of Shimla. pic.twitter.com/fyQDPamDd1
— ANI (@ANI) June 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us