পাহাড়ের মাথায় ভেঙে পড়ল মেঘ, প্রবল বর্ষণে ব্যাহত জনজীবন

বৃষ্টি চলছিল। তার মধ্যেই রবিবার সকালে সিমলার রামপুরে ভেঙে পড়ল মেঘ। ফলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। ব্যাহত হচ্ছে সিমলার জনজীবন এবং সেখানকার যাতায়াত ব্যবস্থা। ধসের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

author-image
Ritika Das
New Update
shimla.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সিমলায় গত বেশ কিছু দিন ধরেই চলছে ভারী বৃষ্টি। সম্প্রতি সিমলার রামপুরে শুরু হল মেঘ ভাঙা বৃষ্টি। জানা গিয়েছে, রামপুরে অবস্থিত সারপাড়া গ্রামে মেঘ ভেঙে ভারী বৃষ্টি শুরু হয়েছে। অতি বর্ষণের জেরে সেখানে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। 

অতি বৃষ্টির ফলে রামপুরের একাধিক সড়কের উপর দিয়ে বইছে বৃষ্টির জল। যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। ভূমি ধসের আশঙ্কা ক্রমেই বাড়ছে। পাহাড়ি রাস্তায় জল জমে থাকার ফলে গাড়ি চলাচল করতে পারছে না।