মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে রাস্তা, উত্তরাখণ্ডের আরেক টুকরো ছবি

'আমরা একটি বেইলি ব্রিজ তৈরি করব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
uttarkashi cloud

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধসের কারণে উত্তরকাশীর গঙ্গানানী-হরসিল রাস্তাটি সম্পূর্ণ রূপে ভেসে গেছে। রাস্তা পরিষ্কারের কাজ বর্তমানে চলছে দ্রুতগতিতে।

প্রকল্প শিবালিকের প্রধান প্রকৌশলী কে.ভি. নাগরাজ কুমার এদিন এই প্রসঙ্গে বলেন, "আমরা ৯০ ফুট লম্বা একটি বেইলি ব্রিজ তৈরি করব এবং সেতুর যন্ত্রাংশ আজই সব নিয়ে আসা হচ্ছে। ধরালির ডাবরানায় একটি রাস্তা ভেসে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি পুনরুদ্ধারের জন্যও কাজ করব"।

cloud burst hp