/anm-bengali/media/media_files/2025/04/16/r7zotZ6Sx7gfqG8Rt7TO.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের বর্তমান সিজেআই-এর আবেদনকেই মান্যতা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত পেয়ে গেল তাঁর পরবর্তী প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি বি.আর. গাভাই-কেই ভারতের ৫২ তম প্রধান বিচারপতি হিসাবে মনোনীত করেছেন। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আগামী ১৪ মে, ২০২৫-এ ভারতের ৫২ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন।
/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
আইন ও বিচারক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলে ঘোষণাটি শেয়ার করে বলেছেন যে ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতার অধীনে এই নিয়োগ করা হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত বিচারপতি গাভাই আগামী ১৪ মে, ২০২৫ থেকে তার নতুন ভূমিকা গ্রহণ করবেন। আর তিনি হবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
President Droupadi Murmu approves Justice B.R. Gavai as the 52nd Chief Justice of India. Justice Bhushan Ramkrishna Gavai is set to take the oath of office on May 14, 2025, as the 52nd Chief Justice of India.
— ANI (@ANI) April 29, 2025
Law and Justice Minister Arjun Ram Meghwal shared the announcement… pic.twitter.com/NJQy5beF3u
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us