/anm-bengali/media/media_files/7x9LPb9I614nkF9FFQ5S.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজসোমবার সুপ্রিমকোর্টে (Supreme Court) মণিপুরেসহিংসতারমামলারশুনানিচলছে। অশান্তমণিপুরে (Manipur)মহিলাদেরবিরুদ্ধেসহিংসতামোকাবেলায়একটিবিস্তৃতব্যবস্থারপক্ষেকথাবলারসময়আদালতসরকারকেজিজ্ঞাসাকরেছিলযেমেমাসথেকেরাজ্যেএইজাতীয়ঘটনারসাথেসম্পর্কিতকতগুলিএফআইআরদায়েরকরাহয়েছে।কেন্দ্রেরপক্ষেসলিসিটরজেনারেলতুষারমেহতাপ্রধানবিচারপতিডিওয়াইচন্দ্রচূড়েরনেতৃত্বাধীনবেঞ্চকেবলেন, মণিপুরসহিংসতামামলারতদন্তেরওপরশীর্ষআদালতনজররাখলেকেন্দ্রেরকোনওআপত্তিনেই। এদিকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আইনজীবীকে বলেন, ‘নিঃসন্দেহে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঘটছে, এটাই আমাদের সামাজিক বাস্তবতা। আমরা সাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে নারীর বিরুদ্ধে অভূতপূর্ব মাত্রার সহিংসতা মোকাবেলা করছি। মণিপুরে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।‘
Manipur viral video case | CJI DY Chandrachud tells the lawyer that undoubtedly there are crimes that are taking place against women across the country, that is our social reality. We are dealing with an unprecedented magnitude of violence against women in communal and sectarian… https://t.co/Tia8WrCwT2
— ANI (@ANI) July 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us