মণিপুরে মহিলাদের ওপর নিপীড়নের ঘটনা বাড়ছে , গর্জে উঠল সুপ্রিম কোর্ট

মণিপুর (Manipur) ইস্যুতে বারবার উত্তাল হয়ে উঠছে রাজ্যসভা ও লোকসভা। এই রাজ্যের হিংসা ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা। এরই মাঝে গর্জে উঠল সুপ্রিম কোর্ট।

author-image
SWETA MITRA
New Update
supreme mani .jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজসোমবার সুপ্রিমকোর্টে (Supreme Court) মণিপুরেসহিংসতারমামলারশুনানিচলছে। অশান্তমণিপুরে (Manipur)মহিলাদেরবিরুদ্ধেসহিংসতামোকাবেলায়একটিবিস্তৃতব্যবস্থারপক্ষেকথাবলারসময়আদালতসরকারকেজিজ্ঞাসাকরেছিলযেমেমাসথেকেরাজ্যেএইজাতীয়ঘটনারসাথেসম্পর্কিতকতগুলিএফআইআরদায়েরকরাহয়েছে।কেন্দ্রেরপক্ষেসলিসিটরজেনারেলতুষারমেহতাপ্রধানবিচারপতিডিওয়াইচন্দ্রচূড়েরনেতৃত্বাধীনবেঞ্চকেবলেন, মণিপুরসহিংসতামামলারতদন্তেরওপরশীর্ষআদালতনজররাখলেকেন্দ্রেরকোনওআপত্তিনেই। এদিকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আইনজীবীকে বলেন, ‘নিঃসন্দেহে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঘটছে, এটাই আমাদের সামাজিক বাস্তবতা। আমরা সাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে নারীর বিরুদ্ধে অভূতপূর্ব মাত্রার সহিংসতা মোকাবেলা করছি। মণিপুরে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।‘