New Update
/anm-bengali/media/media_files/EKeX10ft9h1Qfq6pnCea.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির ফলে আচমকাই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে গুজরাটের ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। ভিডিওয় দেখা যাচ্ছে, প্রচণ্ড গতিবেগে জল বইছে শহরের রাস্তা দিয়ে। যার ফলে ভাসছে চারচাকা গাড়ি। প্রসঙ্গত, ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেন অমিত শাহ। বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভূপেন্দ্র প্যাটেলকে কেন্দ্রের তরফে সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। দেখুন ভাইরাল হওয়া ভিডিও-
Horrifying scenes from #GujaratFloodspic.twitter.com/ae3CqbSQN5
— Aarti (@aartic02) July 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us