সিআইডি, ফের ফেঁসে গেল চন্দ্রবাবু নাইডু!

কোটি কোটি টাকার দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারিতে গ্রেফতার এন চন্দ্রবাবু নাইডু।

author-image
Aniruddha Chakraborty
19 Sep 2023 আপডেট করা হয়েছে 20 Sep 2023
।,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফাইবারনেট কেলেঙ্কারিতে অন্ধ্রপ্রদেশ পুলিশের সিআইডি টিডিপি সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে প্রিজনার ট্রানজিট (পিটি) ওয়ারেন্ট পিটিশন দায়ের করেছে। দুর্নীতির তৃতীয় মামলায় নাইডুকে হেফাজতে নেওয়ার জন্য মঙ্গলবার বিজয়ওয়াড়া এসিবি আদালতে পিটিশন দায়ের করে সিআইডি।

অ্যাডভোকেট কৃষ্ণা মূর্তি জানিয়েছে, 'এসিবি আদালত শুনানি গ্রহণ করেছে।'