চন্দ্রবাবু নাইড়ুর কাছে সিআইডি!

দুর্নীতি মামলায় মেলেনি জামিন। পুলিশ হেফাজতে চন্দ্রবাবু নাইড়ু। এবার পৌঁছিয়েছে সিআইডিও। দুর্নীতি মামলার কিনারা করতে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।

author-image
Pallabi Sanyal
New Update
qewq

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি মামলায় ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। অন্ধ্রপ্রদেশ পুলিশের সিআইডি কর্মকর্তাদের একটি দল শনিবার  কারাগারে যায়। চলছে জিজ্ঞাসাবাদ। এর আগে শুক্রবার  চন্দ্রবাবু নাইড়ুর আবেদন খারিজ করে দেয় আদালত। ২৩ ও ২৪ সেপ্টেম্বর ) সকাল ৯.৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিআইডির প্রশ্ন করার অনুমতি রয়েছে।আদালত সিআইডির অর্থনৈতিক অপরাধ শাখার তিনজন উপ-পুলিশ সুপার (ডিএসপি), আরও ছয়জন জুনিয়র পুলিশ অফিসার, একজন পেশাদার ভিডিওগ্রাফার এবং দুজন সরকারি মধ্যস্থতাকারীকে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে।আদালত প্রতি এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে পাঁচ মিনিটের যুক্তিসঙ্গত ব্যবধানে জিজ্ঞাসাবাদের সময় চন্দ্রবাবু নাইড়ুর পক্ষে আইনজীবীদের একটি দলকে সহায়তা করার অনুমতি দেয়।আদালত সিআইডিকে নির্দেশ দিয়েছিল যে কোনও হস্তক্ষেপ ছাড়াই নাইডুর কাউন্সেলকে তার হেফাজতের সময় দৃশ্যমান দূরত্বের মধ্যে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে।