/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার টাকার বিনিময়ে পাকিস্তানের হাতে দেশের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার অভিযোগে নিউ দিল্লি থেকে গ্রেপ্তার করা হল বিশাল যাদব নামের এক যুবককে। তিনি নিউ দিল্লিতে ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার 'নৌসেনা ভবনে' একজন আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। বিশালের বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, পাকিস্তানের একজন হ্যান্ডেলারের কাছে দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও গোপনীয় তথ্য বিক্রি করছিলেন। এমনকি অপারেশন সিঁদুরের সময়েও তিনি বেশকিছু তথ্য পাকিস্তানের কাছে বিক্রি করেছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
এই বিষয়ে সিআইডি (CID)-র তরফ থেকে জানানো হয়েছে যে,''পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে পরিচালিত হওয়া নানান কর্মকান্ডের ওপর আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির নজর ছিল। এই নজরদারির সময়েই আমরা বুঝতে পারি যে বিশাল নামের এক যুবক, যে নৌসেনা ভবনের ডিরেক্টরেট অফ ডকইয়ার্ড বিভাগে কাজ করে, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছে। সে নৌসেনা ভবন থেকে প্রাপ্ত বেশকিছু গুরুত্বপূর্ণ খবর, টাকার বিনিময়ে পাকিস্তনের এক হ্যান্ডেলারের কাছে বিক্রি করতো। এই সমস্ত কাজটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হত। এরপরেই আমরা ওকে গ্রেপ্তার করি।'' মূলত ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বিশালের সাথে ওই পাকিস্তানের হ্যান্ডেলারের আর্থিক লেনদেন চলতো বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us