চিরাগ পাসওয়ানের প্রতিক্রিয়া: “তথ্য থাকলে সামনে আনুন, সরকার উত্তর দেবে”

বিশ্বব্যাংকের তহবিল বিপথগামী করার অভিযোগে সরব জনসুরাজের মুখপাত্র, কেন্দ্রের পাল্টা জবাব।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-16 12.42.41 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারে মহিলাদের ১০,০০০ টাকা দেওয়ার জন্য বিশ্বব্যাংকের তহবিল অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে—জনসুরাজের মুখপাত্র পবন বর্মার এমন অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তিনি বলেন, “এ ধরনের তথ্য, এ ধরনের ডেটা তারা কোথা থেকে পায়? কোনো ভিত্তি ছাড়া অভিযোগ করলে চলবে না। যদি কোনো তথ্য, কোনো প্রমাণ থাকে, তা প্রকাশ্যে আনুন। সরকার সঠিকভাবে তার জবাব দেবে।”