/anm-bengali/media/media_files/QGkWuwak7lia337PbKYY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন দেশের বহু রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন তখন নতুন করে ময়দানে নামল লোক জনশক্তি পার্টি। জানা গিয়েছে, এই সভাপতি এবং লোকসভার সাংসদ চিরাগ পাসওয়ান (Chirag Paswan ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে নতুন সংসদ ভবনের উদ্বোধনে তাঁর দলের সমর্থন জানিয়েছেন । এর পাশাপাশি ১৯ টি বিরোধী দল যারা এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তাঁদের নিন্দা করেছেন চিরাগ পাসোয়ান। একইসঙ্গে বিরোধী দলগুলিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
Lok Jansakti Party (Ram Vilas) President and Lok Sabha MP Chirag Paswan has written a letter to the PM extending his party's support to the inauguration of the new Parliament building and condemning the boycott of 19 Opposition parties while urging them to reconsider their…
— ANI (@ANI) May 26, 2023