BREAKING : জাতীয় জনগণনায় জাতিভিত্তিক গণনার সিদ্ধান্ত ‘ঐতিহাসিক’ ! বড় মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান

কি বললেন চিরাগ পাসওয়ান ?

author-image
Debjit Biswas
New Update

নিজস্ব সংবাদদাতা : এবার জাতীয় জনগণনায় জাতিভিত্তিক গণনার সিদ্ধান্তকে  ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান। তিনি বলেন,''এই সিদ্ধান্তের জন্য আমি আমার প্রধানমন্ত্রীকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ প্রধানমন্ত্রী আমাদের বহু পুরনো দাবি পূরণ করেছেন।”

chirag paswannj.jpg

জাতীয় জনগণনায় জাতিভিত্তিক গণনার সিদ্ধান্তের ক্ষেত্রে চিরাগ পাসওয়ানের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।