BREAKING: সামর্থ্য অনুযায়ী সেনার পরিবারের দায়িত্ব নিন ! শহীদ সেনা পরিবারের জন্য বড় আহ্বান জানালেন চিরাগ পাসওয়ান

কি আহ্বান জানালেন চিরাগ পাসওয়ান ?

author-image
Debjit Biswas
New Update

নিজস্ব সংবাদদাতা : এবার নিজের নিজের সামর্থ্য অনুযায়ী,শহীদ সেনা পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। আজ শহীদ সেনা জওয়ান সিকান্দার রাউতের বাড়িতে গিয়ে এই আবেদন করেন তিনি। তিনি বলেন,''দলের সব নেতা-নেত্রীদের অনুরোধ করা হয়েছে যে, যার যেমন সামর্থ্য আছে, সে যেন সেই অনুযায়ী দায়িত্ব নিয়ে এমন পরিবারগুলির পাশে দাঁড়ান।” এরপর তিনি বলেন,'' স্থানীয় এক নেতা ইতিমধ্যেই এমন এক পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। এতে ওই পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পাবে।''

chirag paswannj.jpg