রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষুব্ধ চিরাগ পাসওয়ান — “এর চেয়ে লজ্জাজনক মন্তব্য আর হতে পারে না”

পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের তীব্র প্রতিক্রিয়া; প্রধানমন্ত্রীকে নিয়ে ‘নাচ’ মন্তব্যের সমালোচনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-29 9.42.37 PM

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘নাচ’ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, “এর চেয়ে লজ্জাজনক মন্তব্য আর হতে পারে না। প্রধানমন্ত্রী সম্পর্কে এমন অশোভন ভাষা প্রয়োগ কোনোভাবেই শোভনীয় নয়।”

চিরাগ পাসওয়ান আরও বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু নীতিনির্ভর আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করলে রাজনৈতিক পরিসর ক্ষতিগ্রস্ত হয়। অন্তত কিছু শালীনতা বজায় রাখা উচিত।” তিনি দাবি করেন, অতীতে যখনই রাহুল গান্ধী এ ধরনের মন্তব্য করেছেন, “তার রাজনৈতিক ক্ষতিই হয়েছে।”

chirag paswannj.jpg

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “যেভাবে এরা একসময় প্রধানমন্ত্রী মোদীর মায়ের বিরুদ্ধেও অশালীন ভাষা ব্যবহার করেছিল কিংবা ‘চৌকিদার চোর হ্যায়’ বলেছিল, তা বিহারের মানুষ এখনো ভুলে যায়নি।”