‘২৪৩টি আসনে প্রতিদ্বন্ধিতা করবো’, ঘোষণা চিরাগের

এনডিএ জয়ের দিকে এগিয়ে যাক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ নিয়ে এবার ঝাঁপিয়ে পড়লেন চিরাগ পাসওয়ান। বিহার নির্বাচন সম্পর্কে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “যারা জিজ্ঞাসা করছেন আমি কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো, আমি আপনাদের বলতে চাই যে আমার দল, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), এবং আমি এনডিএ প্রার্থীদের জয়ী করতে এবং এনডিএ জোটকে শক্তিশালী করতে ২৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার লক্ষ্য হল এনডিএ জয়ের দিকে এগিয়ে যাক”।

chirag paswannj.jpg