ফের কি মাথাচাড়া দিয়ে উঠছে শিশু পাচার?

বাণিজ্য নগরীতে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে শিশু পাচার চক্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
normal_not_for_sale-1200x550.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ে তিন বছরের শিশু অপহরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যা মনে করা হচ্ছে, বাণিজ্য নগরীতে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে শিশু পাচার চক্র। অন্তত এমনটাই মনে করা হচ্ছে ওয়াদালা পুলিশের পক্ষ থেকে।

যা জানা যাচ্ছে, ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে ওয়াদালা থানা পুলিশ। ঐ অভিযুক্তরা শিশুটিকে ২ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা করে ছিলেন। অভিযুক্ত মহিলা দাবি করেছেন যে অন্য অভিযুক্তের কাছে ১০ বছরের কম বয়সী কোনও নাবালক শিশুকে হস্তান্তর করার জন্য তাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ২ লক্ষ টাকার বিনিময়েই তারা শিশুটিকে ওই ব্যক্তির হাতে তুলে দেয়। চতুর্থ অভিযুক্তকে খুঁজছে  ওয়াদালা থানার পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে এক তিন বছরের শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ সন্ধানে নামলে এই তথ্য পায়, যা ফের একবার চিন্তা বাড়াচ্ছে মুম্বই জুড়ে।

hiren