বড় খবর : রাজ্যে মৃত্যু ১৭৯ জন শিশুর!

একের পর এক শিশুর মৃত্যু! স্বীকার করে নিলেন সিএমও। দিলেন তিন মাসে শিশু মৃত্যুর তথ্য। আগামী পদক্ষেপ কী? রইলো ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
zxa

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে! মৃত্যু মিছিল! বিগত কয়েক মাস ধরেই একের পর এক শিশুর মৃত্যু ঘটেছে। মহারাষ্ট্রের নন্দুরবারের সিএমএ সাওয়ান কুমার এ বিষয়ে তুলে ধরলেন তথ্য। তিনি জানিয়েছেন, "জুলাই মাসে ৭৫ জন, আগস্টে ৮৬ জন এবং সেপ্টেম্বরে এখনও পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে নন্দুরবার জেলায়। মৃত্যুর প্রধান কারণ হল কম ওজনের শিশুর জন্ম, জন্ম থেকে শ্বাসকষ্ট, সেপসিস এবং শ্বাসযন্ত্রের রোগ। মোট মৃত্যুর ৭০ শতাংশই ০-২৮ দিন বয়সী শিশুরা। অনেক মহিলার প্রসবের সময় জটিলতা দেখা দেয়। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা 'লক্ষ্য ৮৪ দিন' মিশন চালু করেছি।''