ইঁদুরের কামড়ে মৃত্যু হল নবজাতকের ! দায় এড়ালেন চিকিৎসক

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
 child death .jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দোরের মহারাজা যশোবন্তরাও (MY) হাসপাতালে ইঁদুরের কামড়ে আরও এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র ইন্দোরে। যদিও এই ঘটনার বিষয়ে হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ড. জিতেন্দ্র বর্মা জানিয়েছেন, ''শিশুটির মৃত্যুর কারণ ইঁদুরের কামড় নয়, বরং সেপটিসেমিয়া।'' তিনি বলেন,''ওই শিশুটির একটি অপারেশন হয়েছিল এবং তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল। তার মৃত্যুর আসল কারণ ছিল সেপটিসেমিয়া। তার আঙুলের ডগায় ইঁদুর কামড়েছিল ঠিকই। কিন্তু সেখানে শুধু একটি সামান্য ক্ষতের চিহ্ন ছিল।"

Child

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। তবে, ইঁদুরের কামড়ের অভিযোগ এবং সেপটিসেমিয়ার কারণে মৃত্যুর দাবি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।