মুখ্যসচিবের কথায় বরফ গললো না, ফের সময় বেঁধে দিল কমিশন

২১ অগস্টের মধ্যে পদক্ষেপের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগে রাজ্যের দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে মুখ্যসচিব মনোজ পন্থকে ডেকে ২১ অগস্টের মধ্যে পদক্ষেপের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

অভিযোগ, অভিযুক্ত অফিসাররা তাঁদের অফিসিয়াল আইডি অস্থায়ী কর্মী হিসেবে নিয়োজিত ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে শেয়ার করেছিলেন। কমিশনের পক্ষ থেকে তাঁদের সাসপেন্ড ও এফআইআর করার সুপারিশ করা হলেও রাজ্য এখনও সেই পদক্ষেপ নেয়নি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের AERO তথাগত মণ্ডল, ময়নার ERO বিপ্লব সরকার, AERO সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। রাজ্যের পক্ষ থেকে কেবল সুদীপ্ত দাস ও সুরজিৎ হালদারকে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা বা এফআইআর হয়নি।

voter list

সূত্রের খবর, এই সিদ্ধান্তে অসন্তুষ্ট কমিশন বুধবার ফুল বেঞ্চে মুখ্যসচিবকে প্রশ্নবাণে জর্জরিত করে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, SIR (Special Intensive Revision) কার্যকর করতে তারা বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে আইনি ক্ষমতার মধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্যের সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেবেন না তিনি। কিন্তু কমিশনের এই চাপে রাজ্যের অবস্থান এখন বড়সড় পরীক্ষার মুখে।