'অপূরণীয় ক্ষতি', পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে ট্যুইট মুখ্যমন্ত্রীর

বর্তমানে ওবেরয় গ্রুপ বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল চেইনগুলির মধ্যে একটি। আর সেই ওবেয়র গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হোটেল ব্যবসাকে ভারতে যিনি নতুন দিশা দেখিয়েছিলেন সেই ওবেরয় গ্রুপের চেয়ারম্যান পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন,''ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এবং ভারতের আতিথেয়তা টাইকুন পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোকাহত।তিনি দার্জিলিং-এ প্রশিক্ষিত ছিলেন এবং তাঁর কৃতিত্বগুলি পশ্চিমবঙ্গের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমরা সবাই অপূরণীয় ক্ষতি অনুভব করব।''

উল্লেখ্য, তার পুরো নাম পৃথ্বী রাজ সিং ওবেরয়।মঙ্গলবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।