মিলেট খাদ্যশস্যের প্রচারের আলোয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শুক্রবার পর্যন্ত চলবে এই সম্মেলন। ভুবনেশ্বরের জনতা ময়দানে চলছে এই অনুষ্ঠান।

author-image
Adrita
New Update
হ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মিলেট অর্থাৎ বাজরা খাদ্যশস্য আমাদের দেশের এক অপরিহার্য শস্য। এবার এই শস্যের ফলন এবং রপ্তানি বাড়াতে মাঠে নেমেছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের পথ নির্দেশনায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে  ' আন্তর্জাতিক কনভেনশন অন মিলেটস '। 

hiren

ওড়িশার ভুবনেশ্বরে প্রথম আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। দু দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। এই বছরে এর থিম হল “Millets – Ancient Grains for Modern Challenges”, এতে রয়েছে কৃষকদের সম্পৃক্ততার কার্যক্রম, উদীয়মান প্রযুক্তি এবং খামারের যন্ত্রপাতি প্রদর্শন, অভিজ্ঞতা কেন্দ্র, প্রযুক্তিগত সেশন, নীতি গোলটেবিল, B2B মিটিং, আন্তর্জাতিক খাদ্য উৎসব, কুইজ প্রতিযোগিতা, রান্না। প্রতিযোগিতা এবং আরও অনেক কিছু।

hiring.jpg

কনভেনশনে অতিথিদের স্বাগত জানিয়ে সিএম নবীন বলেন, “ বাজরা এক ঐতিহ্যবাহী শস্য। পুষ্টি নিরাপত্তা অর্জনে বাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতিসংঘ ২০২৩ সালকে মিলেটের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে। ওড়িশা হল প্রথম রাজ্য যে সমস্ত স্টেকহোল্ডারকে জড়িত করে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। ”