নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে একাধিক ভূমিধস ঘটেছে। যার ফলে একাধিক মৃত্যু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/05e3ec92-396.png)
/anm-bengali/media/post_attachments/2ccbcc0b-cd2.png)
এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কোয়েম্বাটোর জেলার ভালপারাই এবং পোল্লাচিতে ভূমিধসের দুটি পৃথক ঘটনায় দু'জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই দুই ঘটনায় গভীর শোকাহত তিনি।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)