নিজস্ব সংবাদদাতাঃ ছটপুজো উপলক্ষ্যে সারা ভারত জুড়ে আজকে পালিত হচ্ছে এক মহোৎসব। হরিয়ানা রাজ্যেও মহা ধুম ধামের সাথে পালিত হচ্ছে ছটপুজো। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর পানিপথে ছটপুজোর মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও উপস্থিত রয়েছেন।
#WATCH | Haryana CM Manohar Lal Khattar attends #ChhathPuja Mahotsav programme, in Panipat