ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি৷ এই দিনেই পালিত হয় ধনতেরাস৷ চলতি বছরে ১০ নভেম্বর ধনতেরাস উদযাপদনের মাধ্যমেই শুরু হচ্ছে দীপাবলি উৎসব৷

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ১০ নভেম্বর, দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ধনতেরাস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী শুক্রবাত ধনতেরাস, দীপাবলিগোবর্ধন পুজো এবং ভাইদুজ বা ভাইপফোঁটা উপলক্ষে রাজ্যের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি তার 'এক্স' হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট করেছেন। 

তিনি বলেছেন, '' এই উৎসবটি কোনও সাধারণ উৎসব নয়, এটি একটি জাতীয় পরিচয় এবং গর্বের উৎসব। ''

hiren

hiring.jpg