নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে লাগাতার ওয়াকফকে কেন্দ্র করে চলা অশান্তির ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ দেশের প্রধান বিচারপতি। লাগাতার অশান্তি চিন্তায় ফেলেছে সিজেআই সঞ্জীব খান্নাকে।
এদিন সুপ্রিম কোর্টে ছিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে করা ৭২টি মামলার একযোগে শুনানি। এই আইনকে ঘিরে কীসের বিরোধিতা রয়েছে, কেন মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এই সব জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চ। উভয় পক্ষের কথা শোনেন প্রধান বিচারপতি। তারপর আজকের জন্যে শেষ হয় শুনানি।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
শুনানি শেষ করে কোর্ট রুম ছাড়ার সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “এই ওয়াকফকে কেন্দ্র করে বহু জায়গায় অশান্তির খবর আসছে। একটা আইনকে ঘিরে কেন মানুষ এতো অসন্তোষ প্রকাশ করছে? এমন উত্তেজনার পরিস্থিতি দেশের জন্যে ঠিক নয়। যখন শীর্ষ আদালতের হাতে এর বিচার বিবেচনার ভার দেওয়া হয়েছে, তখন মানুষকে একটু ধৈর্য্য ধরতে শিখতে হবে। আমরা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছি। ততোক্ষণ কোনও রকম কোনও অশান্তি কাম্য নয়”। এদিন এমনই প্রতিক্রিয়া দেন প্রধান বিচারপতি।