নির্বাচনে হিংসার কোনো স্থান নেই! কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের

আজই ঘোষণা হয়ে গেল ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ।

author-image
Probha Rani Das
New Update
weci chieff.jpg

নিজস্ব সংবাদদাতাঃআজই ঘোষণা করা হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ।বাংলায় সাত দফায় ভোট হতে চলেছে।দেশে মোট ৭ দফায় ৫৪৩ টি আসনে লোকসভা নির্বাচন হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “নির্বাচনে রক্তপাত ও হিংসার কোনও জায়গা নেই। যেখান থেকে সহিংসতার খবর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে” 

rajeev kumar ty.jpg

Add 1