IIT কানপুর থেকে 'বিশিষ্ট প্রাক্তনী সম্মান' পেলেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার

বড় সম্মান পেলেন জ্ঞানেশ কুমার।

author-image
Debjit Biswas
New Update
Gyanesh kumar

নিজস্ব সংবাদদাতা : স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-কে কেন্দ্র করে প্রায় প্ৰতিদিনই বিরোধীদের নানান কটাক্ষের শিকার হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার। কিন্তু এরমাঝেই আইআইটি (IIT) কানপুর থেকে 'বিশিষ্ট প্রাক্তনী সম্মান' পেলেন তিনি। এই মুহূর্তটি জনসেবায় উৎকর্ষতা, সততা এবং নেতৃত্ব উদযাপনের একটি গর্বের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

Gyanesh kumar

এই সম্মান মূলত তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং জনজীবনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।