জি-২০ ডিনার : আমন্ত্রিত নন খার্গে! সরকারকে তুলোধনা চিদম্বরমের

আজ সন্ধ্যায় ভারত মণ্ডপমে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্র নেতারা। আমন্ত্রণ করা হয়নি মল্লিকার্জুন খার্গেকে। এই নিয়ে উত্তাল জাতীয় রাজধানী। এবার মুখ খুললেন পি চিদম্বরম।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
dd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে বারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মলেন। শনিবার সন্ধ্যায় ভারত মণ্ডপমেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রনেতাদের নৈশভোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে রাষ্ট্রনেতা এবং আমন্ত্রিতরা এই নৈশভোজে অংশ নিতে সম্মেলন স্থলে পৌঁছবেন। অথচ নৈশভোজের আমন্ত্রণ পৌঁছায়নি  রাজ্যসভার বিরোধী দলীয় নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন সভাপতির কাছে। এ বিষয়ে এবার মুখ খুললেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তার মতে, এটি কেবলমাত্র সেই দেশেই ঘটতে পারে যেখানে গণতন্ত্র নেই বা বিরোধীরা নেই।তিনি আশা করেন যে ভারত এমন পর্যায়ে এখনও পৌঁছোয়নি যেখানে গণতন্ত্র এবং বিরোধীদের অস্তিত্ব থাকবে না। এক্স প্ল্যাটফর্মে চিদম্বরম লিখেছেন,আমি কল্পনা করতে পারি না যে অন্য কোনো গণতান্ত্রিক দেশের সরকার বিরোধী দলের স্বীকৃত নেতাকে বিশ্ব নেতাদের জন্য রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানায় না। এটি কেবলমাত্র সেই দেশেই ঘটতে পারে যেখানে গণতন্ত্র নেই বা কোনো বিরোধী দল নেই। "