আগামীকাল…নকশাল প্রভাবিত চার জেলায় ভোট! কী জানালেন আইজি?

ছত্তিশগড়ের নির্বাচন নিয়ে প্রস্তুত পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
.,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের প্রথম দফার ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার অর্থাৎ আজ রাতে রাজনন্দগাঁও রেঞ্জের আইজি রাহুল ভগত বলেন, "রাজনন্দগাঁও রেঞ্জের চারটি জেলা- রাজনন্দগাঁও, খাইরাগড়, মোহলা মানপুর ও কবিরধাম- নকশাল প্রভাবিত এই চারটি জেলায় আগামীকাল ভোট গ্রহণ হবে। নিয়োজিত ইভিএম দল ও বাহিনী নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে।" 

hire