/anm-bengali/media/media_files/JccbSXy0gLkgLmUItzwN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ছত্তিশগড়ের (Chattisgarh) দান্তেওয়াড়ায় নকশাল হামলায় ১০ জন ডিআরজি আধিকারিক শহীদ হয়েছে। এছাড়া নিহত হয়েছেন একজন সাধারণ মানুষ। এহেন ঘটনাকে ঘিরে রাজ্যের পরিস্থিতি এখনও থমথমে হয়ে রয়েছে। এরই মাঝে এক নজিরবিহীন কাণ্ড ঘটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel)। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীকে একজন শহীদের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। বিজেপি একদিকে যখন দাবি করে আসছে যে রাজ্যে নকশাল হামলা রুখতে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস সরকার, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রীর এহেন কাজ অনেকেরই প্রশংসা কুড়িয়েছে।
#WATCH | Chhattisgarh CM Bhupesh Baghel gives shoulder, carries the mortal remains of a DRG jawan who lost his life in an IED attack by Naxals in Dantewada. pic.twitter.com/a5HGYquGer
— ANI (@ANI) April 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us