কংগ্রেসের বড় মাস্টারস্ট্রোক? গালাগালি দিচ্ছে বিজেপি!

বিজেপির বিরুদ্ধে বড় রকমের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
bjp cong lada.jpg

নিজসও সংবাদদাতাঃ ছত্তিসগড়ে যত নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দলগুলি একে অপরকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েই চলেছেন। এবার একই পথে হাঁটলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। আজ মঙ্গলবার তিনি এমন এক টুইট করেন যা দেখে সকলে একপ্রকার অবাক হয়ে গিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় লেখেন, ‘পিছিয়েপড়া, আদিবাসী, দলিতদেরনির্যাতনকরা, গালাগালি দেওয়া ঠাকুররমনসিংএবংতাঁরদলেরঐতিহ্য।প্রথমে "ছোটমানুষ", "কুকুর", "বিড়াল" এবং আরও কী কী বলেছে কে জানেআজবিজেপিপিছিয়েপড়ামানুষদেররাবণহিসেবেদেখিয়েতাদেরহত্যাকরারএকটিপোস্টারপ্রকাশকরারপরে, আমিক্রমাগতআপনাদেরসকলেরকাছথেকেপ্রতিক্রিয়াপাচ্ছি।আমিআপনাদেরবলতেচাইবিজয়া দশমীরউৎসবআনন্দেরসঙ্গেপালনকরুন, আমিআপনাদেরকাছেজবাবদিহিকরছি, তাদেরঅপকর্মেরকোনোগুরুত্বনেই।ঘুষ, নিরক্ষরতা, অপুষ্টি, কৃষকদেরদুর্দশা, নকশালবাদআমারকাছেরাবণেরস্বরূপ।  এগুলোআমাদেরসবাইকেএকসাথেকাটিয়েউঠতেহবে, আমরাধীরেধীরেকিছুকাজেসফলহয়েছি, বাকিগুলোনিয়েআমরাআবারএকসঙ্গেকাজকরব।মন্দকেপরাজিতকরাহবেসত্যেরজয়হবে। ছত্তিশগড়িরাআরওএকবারজিতবে।‘