/anm-bengali/media/media_files/IF8WcbWBUpwP8e4FW6CE.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ সন্ধ্যায় ছত্তিশগড়ের মনোনীত মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রাজভবনে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।
Chhattisgarh Chief Minister-designate Vishnu Deo Sai meets Governor Biswabhusan Harichandan at Raj Bhavan and stakes claim to form the government. pic.twitter.com/cN1YJMWmEE
— ANI (@ANI) December 10, 2023
জানা গিয়েছে, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করে রাজভবন থেকে রওনা হলেন ছত্তিশগড়ের মনোনীত মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পর ছত্তিশগড়ের বিজেপি বিধায়ক ব্রিজমোহন আগরওয়াল বলেন, "আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি যে আমরা সর্বসম্মতিক্রমে বিষ্ণু দেও সাইকে বিধানসভার নেতা হিসাবে বেছে নিয়েছি। কেন্দ্রীয় নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ এবং উপ-মুখ্যমন্ত্রী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us