নিজস্ব সংবাদদাতাঃ রায়পুরে কিষাণ মহাকুম্ভে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এটা আমি নই, নীতি আয়োগও বলছে।
/anm-bengali/media/media_files/UQmn6iQ3RZROcwjInrQG.jpg)
তিনি আরও বলেছেন, “কেন্দ্রে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হয়ে গেলে আমরা একজনকেও দারিদ্র্যসীমার নীচে থাকতে দেব না।”
/anm-bengali/media/media_files/vdszDbFvYKXXf5lwVJbc.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)