/anm-bengali/media/media_files/2025/05/11/CfJyGdTItcLtoI4ettX8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল সংঘর্ষ বিরতি হওয়ার পরও তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। রাত ৮.৪৫ মিনিট নাগাদ আচমকায় শুরু করে গোলাবর্ষণ। সীমান্ত পেরিয়ে আসতে থাকে ড্রোন। যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। রাত পর্যন্ত চলে পাল্টা জবাবের পালা।
এমন অবস্থায় পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছেন না কেউই। তাই আগাম প্রস্তুত থাকছে ভারতও। আর এই মুহুর্তে পাকিস্তানকে রুখতে ভারতের মোক্ষম অস্ত্র হল জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত রিয়াসির সালাল বাঁধ। সেই বাঁধের একাধিক গেট আজও খুলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ গতিতে জল বয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। এই বাঁধ দিয়ে পাকিস্তানে যেরকম জলের জোরালো স্রোত পাঠানো সম্ভব ঠিক তেমনি বাঁধ বন্ধ করে চেনাবকে মুহুর্তে শুকনো করে দেওয়াও সম্ভব। তাই এই মোক্ষম অস্ত্রকে হাতেই রাখছে ভারত।
#WATCH | Jammu and Kashmir | Latest visuals from Reasi's Salal Dam, built on the Chenab River; several gates of the dam are seen open.
— ANI (@ANI) May 11, 2025
(Visuals shot at 6:30 am) pic.twitter.com/48taKYUYCw
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us