সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জের, চেনাব নদীর স্রোত বাড়িয়ে দিল ভারত

আগাম প্রস্তুত থাকছে ভারতও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Salaldam

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল সংঘর্ষ বিরতি হওয়ার পরও তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। রাত ৮.৪৫ মিনিট নাগাদ আচমকায় শুরু করে গোলাবর্ষণ। সীমান্ত পেরিয়ে আসতে থাকে ড্রোন। যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। রাত পর্যন্ত চলে পাল্টা জবাবের পালা।

chenabwater

এমন অবস্থায় পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছেন না কেউই। তাই আগাম প্রস্তুত থাকছে ভারতও। আর এই মুহুর্তে পাকিস্তানকে রুখতে ভারতের মোক্ষম অস্ত্র হল জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত রিয়াসির সালাল বাঁধ। সেই বাঁধের একাধিক গেট আজও খুলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ গতিতে জল বয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। এই বাঁধ দিয়ে পাকিস্তানে যেরকম জলের জোরালো স্রোত পাঠানো সম্ভব ঠিক তেমনি বাঁধ বন্ধ করে চেনাবকে মুহুর্তে শুকনো করে দেওয়াও সম্ভব। তাই এই মোক্ষম অস্ত্রকে হাতেই রাখছে ভারত।